Dr. Neem on Daraz
Victory Day

‘ইয়াস’ এর প্রভাবে গোপালগঞ্জে থেমে থেমে বৃষ্টি


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৩:৫২ পিএম

গোপালগঞ্জঃ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে গোপালগঞ্জে থেমে থেমে বৃষ্টি ও বাতাস  প্রবাহিত হয়েছে। গতকাল সোমবার রাত থেকে বৃষ্টি ও বাতাস শুরু হয়। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সাইক্লোন সেন্টার প্রস্তুত সহ সকল ধরনের প্রস্তুতি নিয়েছে গোপালগঞ্জে জেলা প্রশাসন। 

গোপালগঞ্জ জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আব্দুর রহমান জানান, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলা জেলার ৫টি উপজেলায় প্রস্তুত করা হয়েছে ১৫৪টি আশ্রয় কেন্দ্র। জেলার প্রতি ইউনিয়েনের একটি করে মেডিকেল টিমসহ উদ্ধার কাজের জন্য রেডক্রিসেন্টের সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রস্তুত রাখা রয়েছে।

পোল্ডারের বাঁধ, অবকাঠামো ও নদী ভাঙ্গনের তাৎক্ষনিক তথ্য প্রদানের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে মুধুমতি, কুমারসহ জেলার নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে