Dr. Neem on Daraz
Victory Day

বগুড়ায় যমুনায় ১শ মিটার নদীগর্ভে বিলীন


আগামী নিউজ | নাহিদ আল মালেক, বগুড়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২১, ০৬:৫৮ পিএম
বগুড়ায় যমুনায় ১শ মিটার নদীগর্ভে বিলীন

ছবি: আগামী নিউজ

বগুড়াঃ জেলার ধুনট উপজেলায় যমুনা ভাঙনে তীরের প্রায় ১শ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। 

মঙ্গলবার (২৫ মে) সকালের দিকে পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে ধুনট ভান্ডারবাড়ি বাজারের সামনে এই ভাঙন দেখা দেয়। ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও তীরবর্তী বসতবাড়ি।

সরেজমিন দেখা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বহমান যমুনা নদী। গত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গেই নদীতে প্রবল স্রোত বইছে। এতে নদীর বুকে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে ঘূর্ণাবর্তে পড়ে ভান্ডারবাড়ি বাজারের সামনে নদীর তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে নিয়ে এই ভাঙনে তীরের প্রায় ১শ মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। নদী ভাঙন অব্যাহত রয়েছে। এই ভাঙন ধেয়ে আসছে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও যমুনা পাড়ের বসতবাড়ির দিকে। এতে যমুনা পাড়ের ভাঙন জনপদের মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, অসময়ে যমুনা নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। ভাঙনরোধ করতে না পারলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধে আশ্রিতদের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়ার উপ সহকারী প্রকৌশলী আসাদুল হক বলেন, যমুনা নদীর ভাঙনের বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে