Dr. Neem on Daraz
Victory Day

স্বচ্ছভাবে কারারক্ষী নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি


আগামী নিউজ | আমানুল্লাহ আমান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৫:৩৯ পিএম
স্বচ্ছভাবে কারারক্ষী নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

ছবিঃ আগামী নিউজ

রাজশাহীঃ কারারক্ষীসহ সকল চাকরীতে শতভাগ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং অবৈধ নিয়োগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।

সোমবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, আজীবন সদস্য গোলাম সারওয়ার, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, শহীদ পরিবারের সদস্য জিটিভির স্টাফ রিপোর্টার রাশেদ রিপনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, উন্নয়নের অগ্রযাত্রায় দেশের শিক্ষিত সমাজের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে চাকরী প্রদানের উদ্যোগ প্রশংসিত হয়েছে। এমন কার্যকরী পদক্ষেপকে বৃহত্তর রাজশাহীর মানুষ কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করে। তবে চাকরীতে নিয়োগে অনিয়মের ঘটনায় প্রশ্ন উঠেছে সচেতন মহলে। কারারক্ষী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। ]

মুজিববর্ষেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয়েছে দালাল চক্রের মাধ্যমে। বঙ্গবন্ধুর বাংলাদেশে যা প্রত্যাশিত নয়। এমন কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরী। স্মারকলিপিতে দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরে শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় কারারক্ষীসহ সকল চাকরীতে মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে নিয়োগ প্রদানে প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ কামনা করা হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে