Dr. Neem on Daraz
Victory Day

বাগেরহাটে নতুন জেলা প্রশাসকের যোগদান


আগামী নিউজ | শেখ বাদশা, বাগেরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৮:২৫ পিএম
বাগেরহাটে নতুন জেলা প্রশাসকের যোগদান

ছবি: আগামী নিউজ

বাগেরহাটঃ নতুন জেলা প্রশাসক(ডিসি) হিসেবে যোগদান করেছেন উপসচিব মুহাম্মদ আজিজুর রহমান। রবিবার (২৩ মে) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন। এর মাধ্যমে তিনি বাগেরহাটের ২২তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন।

এর আগে রোববার (১৭ মে) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের জেলা প্রশাসকের দায়িত্ব থাকা আ.ন.ম ফয়জুল হককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মুহাম্মদ আজিজুর রহমানকে বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়। 

অন্যদিকে রোববার (১৭ মে) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের জেলা প্রশাসকের দায়িত্ব থাকা আ.ন.ম ফয়জুল হককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মুহাম্মদ আজিজুর রহমানকে বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে