Dr. Neem on Daraz
Victory Day

রাঙ্গামাটিতে আর্ন্তজাতিক প্রসবকালীন ফিষ্টুলা নির্মূল দিবস পালিত


আগামী নিউজ | নিউটন চাকমা, রাঙামাটি জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৫:৪২ পিএম
রাঙ্গামাটিতে আর্ন্তজাতিক প্রসবকালীন ফিষ্টুলা নির্মূল দিবস পালিত

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিঃ বিশ্বের সাথে তালমিলিয়ে রাঙ্গামাটিতে  আর্ন্তজাতিক ফিষ্টুলা দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য "আসুন প্রতিরোধযোগ্য প্রসবকালীন ফিষ্টুলা নির্মুল করি যা নারীর অধিকার ও মানবাধিকার" এ স্লোগানকে সামনে রেখেই রাঙ্গামাটিতে আর্ন্তজাতিক ফিষ্টুলা দিবস ২০২১ পালন করা হয়েছে।
 
আজ রবিবার(২৩ মে) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে হোপ ফাউন্ডেশন আয়োজনে স্বল্প পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ  বিপাশ খীসার সভাপতিত্বে যৌন ও স্বাস্থ্য অধিকার কর্মকর্তা ডাঃ স্বর্ণা বাড়ৈ সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাঃ নিহার রঞ্জন নন্দী, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকল
 
কর্মকর্তা ডাঃ শওকত আকবর, ইউএনএফপি ফিল্ড অফিসার সুমন চাকমা, হোপ ফাউন্ডেশনের ফিল্ড র্কোডিনেটর তথিনি চাকমাসহ হাসপাতালের সুপারভাইজার ও নার্সরা উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধো ফিষ্টুলা নির্মূলের ঘোষনা দিয়েছে। এর প্রেক্ষিতে চট্টগ্রামের হোপ ফাউন্ডেশন ফিষ্টুলা রোগী বিনামুল্যর চিকিৎসার ব্যবস্থা করেছে। পাশাপাশি রাঙ্গামাটিতে হোপ ফাউন্ডেশন ৩ জন রোগীকে বিনামুল্যর চিকিৎসার ব্যবস্থা  করেছে। 
 
বক্তারা আরো বলেন, জেলায় যদি কোন ফিষ্টুলা রোগী থাকে তাহলে জেনারেল হাসপাতালে এসে হোপ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে।
 
বিশ্ব ফিষ্টুলা দিবস উপলক্ষে হোপ ফাউন্ডেশন ও ইউএনএফপি যৌথ উদ্যোগে রাঙ্গামাটিতে  ফিষ্টুলা রোগীর চিকিৎসা গ্রহণকারীর একজন রোগীকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে