Dr. Neem on Daraz
Victory Day

সূর্যের খরতাপে দিশেহারা ভোলার মানুষ


আগামী নিউজ | ভোলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৫:১২ পিএম
সূর্যের খরতাপে দিশেহারা ভোলার মানুষ

ফাইল ফটো

ভোলাঃ তীব্র গরমে নেই স্বস্তি, সূর্যের খরতাপে দিশেহারা খেটে খাওয়া ভোলার মানুষ।  সূর্য তেঁতে ওঠায় কয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। দিনের বেলায় কাঠফাঁটা রোদ থেকে বাঁচতে অনেকে গাছের ছায়ায় আশ্রয় নিলে ও সেখানে মিলছে না বাতাস। শ্রমজীবী আর গণপরিবহনের কর্মজীবি মানুষ গুলোর অবস্থাই ভয়াবহ।

ঘামে ভেজা মানুষ খানিকটা স্তস্তির খোঁজ করলেও মিলছে না সেই স্বস্তি। ভোলা শহরের অলিগলিতে রিস্কা ও অটো রিস্কায়  চলাচলকারী যাত্রীদেরও ভোগান্তির যেন শেষ নেই। যাত্রী নিয়ে ছুটে চলা প্রতিটি পরিবহনের ভেতরে গরমের প্রখর রোদের তাপ।অস্বস্তিতে একাকার যাত্রীরা।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে অতিষ্ট ছিলো ভোলাবাসী, আজও একই অবস্থা থাকতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে অফিসগামী মানুষ গরম উপেক্ষা করে সকালে অফিসে পৌঁছালেও ভাল নেই, দিনমজুর শ্রেণির মানুষ। রিকশা চালক, পরিবহন শ্রমিক, রংমিস্ত্রী, ঢালাই শ্রমিক থেকে শুরু করে ফুটপাতের ব্যবসায়ী এমনকি ভিক্ষুকরাও নাকাল হয়ে পড়েছেন তীব্র গরমে। পথের পাশে একটু ছায়া পেলেই সেখানে বিশ্রাম নিচ্ছেন মানুষ।উত্তাপের কারণে ঘরের ভেতরেও থাকা কষ্টকর হয়ে গেছে। ফ্যান থাকলেও গরম বাতাসে গা ভিজে যাচ্ছে। দিনের বেলায় বাইরে থাকা আরও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

গরমের কারণে বেশি সময় যাত্রী পরিবহন করতে পারছেন না রিকশাচালকরা। দীর্ঘ সময় বিশ্রাম নিয়ে যাত্রী পরিবহন করতে চাইলেও ভাড়া হাঁকাছেন বেশি।

রোদের তাপমাত্রা কিছুটা কমতে পারে,  বঙ্গপোসাগরে সৃষ্ট একটু লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে। তার আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রোদের খরতাপ কিছুটা কমে আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে দ্বীপ জেলা ভোলার সাধারণ খেটে খাওয়া মানুষ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে