Dr. Neem on Daraz
Victory Day

সৈয়দপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে আ.লীগ নেত্রীর সংবাদ সম্মেলন


আগামী নিউজ | জিকরুল হক, উত্তরাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৩:০২ পিএম
সৈয়দপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে আ.লীগ নেত্রীর সংবাদ সম্মেলন

ছবিঃ আগামী নিউজ

নীলফামারীঃ জেলার সৈয়দপুরে আওয়ামী যুবলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুমান আরা।

রবিবার দুপুরে শহরের নতুন বাবুপাড়ার সাদ্দাম মোড়স্থ নিজ বাসভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আঞ্জুমান আরা বলেন, আওয়ামী যুবলীগ সৈয়দপুর উপজেলা শাখার আহ্বায়ক যুদ্ধাপরাধীর পুত্র দিলনেওয়াজ খান গত ১৯ মে প্রকাশ্যে দিনের বেলা আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এদিন আমি আমার ভাই আওয়ামী লীগ নেতা মরহুম আখতার হোসেন বাদলের শহরের নতুন বাবুপাড়ার বাসায় যাই। পারিবারিক বিষয়ে আমার বিধবা ভাবী সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আখতার জাহান বেবীর সঙ্গে কথা কাটাকাটি চলছিলো।

ঠিক এই সময় আকস্মিক ভাবে যুদ্ধাপরাধী মৃত.নঈম খানের ছেলে যুবলীগ আহ্বায়ক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অযাচিত ভাবে পরিবেশ অশান্ত করে। আমি তার কথার প্রতিবাদ করলে সে আমাকে বলে যে, তুমি কেন এখানে, তোমার এখানে কি দরকার। আমি তার কথার প্রতিবাদ করলে দিলনেওয়াজ খান উত্তেজিত হয়ে আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে।

আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবগত করি। পরদিন ২০ মে দিলনেওয়াজ খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দেই। কিন্তু অজ্ঞাত কারণে থানা পুলিশ অপরাধে যুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।

এ জন্য আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। অভিযোগের বিষয়ে জানতে সৈয়দপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খানের সঙ্গে কথা হয়। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে