নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার ঈদ উপহার বিতরণ করায় কলেজ ছাত্রকে হত্যার হুমকি
আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২১, ১১:১৫ এএম
ছবিঃ আগামী নিউজ
ফরিদপুরঃ জেলার বোয়ালমারীতে এক কলেজ ছাত্রকে হত্যার হুমকি দিয়েছে রাজনৈতিক প্রতি পক্ষ। একমাত্র সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত পরিবার।
উপজেলার শেখর ইউনিয়েনের শেখর গ্রামের মো হাবিব মোল্যার কলেজ পড়ুয়া সন্তান মো. রাসেল মোল্যা সম্প্রীত ইউনিয়ন পরিষদ নির্বাচেন উপলক্ষে সম্ভব চেয়ারম্যান প্রার্থী কামাল আহম্মদের নিকট থেকে ঈদ উপহার সামগ্রী এনে এলাকার দুস্থ অসহায় বেশ কিছু পরিবারের মাঝে বিতরণ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে ২২ মে সন্ধ্যায় শেখর ইউনিয়েনের সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদের সমর্থক চর শেখর গ্রামের খালেক মোল্যার ছেলে জাকির মোল্যা, বাদশা মোল্যার নেতৃত্ব ১৫/২০ জন বহিরাগত সন্ত্রাসী রাসেল মোল্যার বাড়িতে গিয়ে তাকে হত্যার হুমকি দেয়। এ সময় রাসেল মোল্যার মা নাসিমা বেগমের শ্লীলতাহানীর চেষ্টা চালায় দেশীয় অস্ত্রে সজ্জিত বহিরাগত সন্ত্রাসীরা।
আলফাডাঙ্গা আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল মোল্যা জানায়, শনিবার সন্ধ্যায় আবুল কালাম আজাদের সমর্থক জাকির,বাদশার নেতৃত্বে বেশ কিছু বহিরাগত সন্ত্রাসী আমাকে কামাল হোসেনের পক্ষ ত্যাগ করতে চাপ সৃষ্টি করে, না হলে আমাকে হত্যাসহ বাড়ি ঘর আগুনে পুড়িয়ে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়।
রাসেলের মা নাসিমা বেগম জানান- বাড়ির উপর এসে আমাকেসহ পরিবারের সদস্যদের অকথ্যভাষায় গালিগালাজ করে ও অপরিচিত বেশ কয়েকজন আমার শ্লীলতাহানীর চেষ্টা করে। আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আমার ছেলেসহ সকলকে হত্যার হুমকি দিয়ে চলে যায় তারা। আমরা এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। আমার একটি মাত্র ছেলের জীবনের নিরাপত্তায় আমরা ভীষণ শংকিত।
সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন- এ বিষয়ে আমি কিছুই জানি না।