Dr. Neem on Daraz
Victory Day
সেতুর রেলিং ভেঙে

আশুগঞ্জে ট্রাক খাদে পড়ে নির্মাণ শ্রমিক নিহত


আগামী নিউজ | মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  প্রকাশিত: মে ২১, ২০২১, ০৮:০৫ পিএম
আশুগঞ্জে ট্রাক খাদে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

ছবি: আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার আশুগঞ্জে লবণ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খালে পড়ে দুলাল মিয়া (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আরও আহত হয়েছে দুইজন।

শুক্রবার (২১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে এই ঘটনা ঘটে। 

নিহত দুলাল মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার টাংগর পাড়ার মৃত সেরু মিয়ার ছেলে। 

তিনি আশুগঞ্জ-আখাউড়া চারলেন সড়কের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এছাড়াও এই ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, ট্রাক ড্রাইভার মুহাম্মদ ইব্রাহিম (২৫), ও হেলপার রেদুওয়ান (১৫)। সিলেট জেলার আসামপুর থানার জৈন্তাপুর এলাকার উভয়ই জয়নাল আবেদীনর ছেলে। 

তাদের আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। 

এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ  জানান, বিকেলে ঢাকা থেকে সিলেট অভিমুখী একটি লবণবাহী ট্রাক যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আশুগঞ্জের সোনারামপুরে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পরে ট্রাকটি উল্টালে নিচে চাপা পড়া একজনের মরদেহ পাওয়া যায়। এছাড়া এই ঘটনায় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে