Dr. Neem on Daraz
Victory Day

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ঝরল ৫ প্রাণ


আগামী নিউজ | আজহারউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২১, ১২:৫০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ঝরল ৫ প্রাণ

ছবিঃ আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ দিনে ঝরল ৫ জনের প্রাণ।

শুক্রবার (২১ মে) দুপুরে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজালাল আলম ৫ জন নিহত ও ১০ জন আহতের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার হাইওয়ে পুলিশ জানান, আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর এলাকায় ঢাকাগামী একটি পিক-আপ ভ্যানের সাথে সিলেটগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার নিহত হয়।

পিক-আপ ভ্যানের হেলপার নিহত রনি খন্দকার (১৬) পরিচয় পাওয়া গেছে। সে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার লাটিয়া এলাকার রিপন খন্দকারের ছেলে। পিক-আপ ভ্যানের ড্রাইভারের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

তবে এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে গতকাল সকালে বিজয়নগর ঢাকা-সিলেট মহাসড়কের আমতলী নামক স্থানে সিলেটগামী প্রাইভেটকার রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। পরে ঘটনাস্থলে প্রাইভেটকারের দুই আরোহী নিহত হয়। প্রাইভেটকার চালককে হাসপাতালের নেয়ার পথে মারা যায়।

নিহত সাগর মিয়া(৩৫) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাঁন মিয়ার ছেলে ও তার স্ত্রী শিরিন বেগম (২৮) এবং অন্যজন কুমিল্লা দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার মনতু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক বিল্লাল হোসেন(৩১)।

নিহত সাগর ঈদের ছুটিতে স্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে পটুয়াখালী জেলা থেকে হবিগঞ্জ জেলায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসছিল। ওই সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইদিনে ঢাকা-সিলেট মহাসড়কে ৫টি তাজা প্রাণ ঝরেছে। ট্রাফিক আইন অমান্য করা ও অদক্ষ চালকের কারনে এই মর্মান্তিক দুর্ঘটনা গুলো ঘটেছে। সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের লাশ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজকে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷

তিনি আরও বলেন, সারাদেশে লকডাউনের কারনে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। যার কারনে সাধারণ মানুষ লোকাল ভাড়ায় প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাতায়াত করছেন। এসব যানবাহন চালাচ্ছে অদক্ষ চালক। ফলে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে।

বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যানবাহন গুলো কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে