গাইবান্ধাঃ জেলার সাঘাটা উপজেলার উপর দিয়ে বৃহস্পতিবার (২০ মে) বিকেলে ঘুর্ণিঝড়ে গাছপালা, বাড়ি-ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ সময় উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিগর গ্রামের মৃত সোমেদ আলীর ছেলে কৃষক আরমান আলী (৫৫) জমি থেকে বাড়ি ফেরার সময় বাড়ির অদুরে পড়ে গিয়ে আতংকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে।
কামালের পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝড়ে ভেঙ্গে পড়া গাছের চাপায় পড়ে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের গীতা রাণী (৫৫), রেশমা (৩২) ও উত্তর দীঘলকান্দি গ্রামের জুলেখা বেগম (৪০) নামে তিন নারী গুরুতর আহত হয়েছে।
আহত গীতা রাণী, রেশমা ও জুলেখা বেগমকে সাঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া বিভিন্ন গ্রামের বেশ কিছু টিনের ঘর পড়ে গেছে, অসংখ্য গাছ-পালা দুমড়ে মুচড়ে ভেঙ্গে ও উপড়ে পড়েছে।
এছাড়াও উঠতি পাট, পাকাধান ও পাকা কাউন সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।