Dr. Neem on Daraz
Victory Day

রাজশাহীতে শহীদ পরিবারকে জিম্মি করে চাঁদাবাজি!


আগামী নিউজ | আমানুল্লাহ আমান, রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২১, ০৪:৫৩ পিএম
রাজশাহীতে শহীদ পরিবারকে জিম্মি করে চাঁদাবাজি!

ছবি: আগামী নিউজ

রাজশাহীঃ নগরীতে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া এক পরিবারের সদস্যদের জিম্মি করে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে মো. তানজিলাল নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ওই শহীদ পরিবারকে হয়রানি করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে তিনি উল্টো অভিযোগ দিয়েছেন বলেও জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১২টায় নগরীর একটি রেস্তোরায় এক সংবাদ সম্মেলনে এমনটা জানান ভুক্তভোগী ওই শহীদ পরিবারের সদস্যরা। 

ভুক্তভোগী হলেন- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হওয়া নগরীর বোয়ালিয়া থানাধীন ষষ্টিতলা এলাকার বীর মুক্তিযোদ্ধা ব্রজগোপাল কুন্ডুর নাতনি শাহানা নাজনীন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের নিজস্ব জমিতে বাড়ি নির্মাণের জন্য কাজ শুরু করলে মো. তানজিলাল নামে স্থানীয় এক যুবক নির্মাণকাজে বাধা দিয়ে চাঁদা দাবি করে। আমরা চাঁদা না দেয়ায় সে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন ও বোয়ালিয়ার সহকারী ভূমি কমিশনারের কাছে উল্টো লিখিত অভিযোগ দিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, হয়রানিমূলক এবং হাস্যকরও বটে। মূলত আমাদেরকে গৃহহীন করার জন্যই সে এমন অপচেষ্টা চালাচ্ছে। শাহানা নাজনীন জানান, তারা বংশগতভাবে সংখ্যালঘু হিন্দু পরিবারের। তবে তার মা এক মুসলমান যুবককে বিয়ে করায় তারা ভাইবোনেরা জন্মগতভাবে মুসলমান। দীর্ঘদিন থেকে নগরীতে বসবাস করে আসছিলেন তারা। কিন্ত চাঁদাবাজরা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। স্থানীয় ওই যুবকের এমন ঘটনায় গত ২২ এপ্রিল আরএমপির বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। তবে এখনো হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে ওই যুবক এবং বাড়ি নির্মাণকাজে বিঘ্ন ঘটছে। এ বিষয়ে নিরাপত্তা নিশ্চিতপূর্বক ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে শাহানার স্বামী মো. মোবারক আলী উপস্থিত ছিলেন। এ ব্যপারে অভিযুক্ত মো. তানজিলালের বক্তব্য পাওয়া যায় নি।

তবে অভিযোগের তদন্ত কর্মকর্তা আরএমপির বোয়ালিয়া মডেল থানার এএসআই নাজমুল ইসলাম বলেন, বাড়ি নির্মাণের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উভয়পক্ষকে
নিয়ে বসে সমাধান করে দেয়া হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে