Dr. Neem on Daraz
Victory Day

কোয়ারেন্টাইন সেন্টারে  ধর্ষণের শিকার সেই নারীর আত্মহত্যা চেষ্টা


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২১, ০২:৩১ এএম
কোয়ারেন্টাইন সেন্টারে   ধর্ষণের শিকার সেই নারীর আত্মহত্যা চেষ্টা

প্রতিকি ছবি । আগামী নিউজ

খুলনাঃ ভারত থেকে ফিরে খুলনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পুলিশ কর্মকর্তা দ্বারা ধর্ষণের শিকার সেই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন।

মঙ্গলবার (১৮ মে) রাতে আত্মহত্যা করতে গেলে কোয়ারেন্টাইনে থাকা অন্যান্য লোকজন ও নারী পুলিশের সদস্যরা তাকে রক্ষা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডাক্তারি পরীক্ষার পর মঙ্গলবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারীকে খুলনা পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওই নারী তাকে সেখান থেকে ছেড়ে দেয়ার দাবি জানালে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় কেউ তাতে রাজি হননি। এরপর রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় টের পেয়ে ওই সেন্টারে থাকা অন্যান্য নারী ও নারী পুলিশ সদস্যরা তাকে রক্ষা করেন।

আরও জানা যায়, এই ঘটনার পর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেন্টারটি পরিদর্শনে যান। এছাড়া ওই নারীকে তদারকির জন্য নারী পুলিশ নিযুক্ত করা হয়েছে।


 
জানা যায়, বুধবার (১৯ মে) ওই নারীর ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হচ্ছে। বুধবার তার করোনা টেস্ট করে ফলাফল নেগেটিভ হলে তাকে মুক্ত করা হবে।

প্রসঙ্গত, গত ১৪ মে দিনগত রাতে পুলিশের এএসআই মোকলেসুর রহমান ধর্ষণ করেন কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত এক নারীকে। এই ঘটনায় গত ১৮ মে খুলনা থানায় একটি মামলা দায়ের করা হয়। যার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোকলেসুর রহমানকে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে