Dr. Neem on Daraz
Victory Day

তরুণ প্রজন্মকে এগিয়ে নিচ্ছে উপজেলা ডিজিটাল সেন্টার


আগামী নিউজ | সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২১, ০৮:৩১ পিএম
তরুণ প্রজন্মকে এগিয়ে নিচ্ছে উপজেলা ডিজিটাল সেন্টার

ছবি: আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার মধুখালী উপজেলা ডিজিটাল সেন্টারের বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের নিবন্ধিত প্রতিষ্ঠান ডিজিটাল  সেন্টার তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে। উপজেলায় ২০১৪ সালের জুন থেকে তথ্য প্রযুক্তি ও কম্পিউটারে প্রশিক্ষন দিয়ে অাসছে উপজেলা ডিজিটাল সেন্টার।


উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্দ্যোগতা মোহাম্মদ হাসিব শেখ  জানান, এ পর্যন্ত উপজেলার প্রায় ১৮০০ শিক্ষার্থীকে আইসিটি ও কম্পিউটারের মূল  ব্যসিক বিষয় সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেছি। আমরা  ৮টি কম্পিউটারে ৮ শিপ্টে  দক্ষ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষন প্রদান করা হচ্ছে। অনেকে এখান থেকে প্রশিক্ষন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে।

উপজেলা সহকারী প্রোগ্রামার দ্রীজেনন্দ্রনাথ বিশ্বাস বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারে  অনলাইনে বিভিন্ন প্রকারের সেবা দেওয়া হয় এবং উপজেলায় ৬ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ও উপজেলা ডিজিটাল সেন্টার থেকে তরুণ প্রজন্মকে প্রশিক্ষন প্রদান করে সনদ প্রদান করা হয়।  

মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফা মনোয়ার জানান, সারা বাংলাদেশে নতুন উদ্যোগতা তৈরিতে ও তথ্য প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে  উপজেলা ডিজিটাল সেন্টার গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে