Dr. Neem on Daraz
Victory Day

জেলা প্রশাসক দপ্তরের কর্মচারীর কিলঘুষিতে স্কুলের আয়া রক্তাক্ত


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২১, ০৫:৪০ পিএম
জেলা প্রশাসক দপ্তরের কর্মচারীর কিলঘুষিতে স্কুলের আয়া রক্তাক্ত

ছবিঃ আগামী নিউজ

ঝিনাইদহঃ শিউলি খাতুন (৩৮) নামের এক স্কুলের আয়াকে কিল ঘুষিতে রক্তাক্ত জখম করেছে ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের কর্মচারী নিশাত ও তার সহযোগী প্রদিপ।
 
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জেলার কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ভবনের পিছনে এ ঘটনা ঘটে। নতুন সরকারী চাকরী পাওয়া অভিযুক্ত নিশাত নিশ্চিন্তপুর এলাকার এবাদৎ হোসেনের ছেলে এবং স্থানীয় এমপির ভাতিজা। 
 
আহত শিউলি খাতুন জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা আমাকে অফিসে ডেকে আম গাছ থেকে আম পাড়ার জন্য বলেন। প্রধান শিক্ষকের কথামতো আয়া আম পড়তে গাছের কাছে গেলে প্রদীপ ও নিশাত আমার গলায়, কানে জোরে থাপ্পড় ও নাকে ঘুষি মারে। এতে তার নাক ও কান দিয়ে রক্ত প্রচুর রক্তক্ষরন হয়। খবর পেয়ে স্কুলের সহকর্মীরা আয়া শিউলিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্কুলের মালিকানাধীন গাছের আম নিশাত ও প্রদীপ কাউকে পাড়তে দেয় না। 
 
সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা ঘটনার সত্যতা স্বীকার করে আগামী নিউজকে বলেন, স্কুলের প্রধান ভবনের পেছনের গাছ থেকে আম পাড়তে যায় শিউলিসহ ৪ জন। আম পাড়তে গেলে প্রদীপ ফোন করে নিশাতকে ডেকে আনে। নিশাত এসে শিউলি খাতুনকে নাক, মুখ ও কানে কিল-ঘুষিতে আহত করে। হামলায় শিউলির নাকের হাড় ভেঙে গেছে বলে প্রধান শিক্ষক জানান। 
 
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া আগামী নিউজকে জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। 
 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুবর্ণা রাণী সাহা আগামীকে বলেন, টেলিফোনে প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। তিনি থানায় অভিযোগ করতে প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছেন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে