Dr. Neem on Daraz
Victory Day

নড়াইলে অজানা শত্রুতার বিষে মরলো মাছ !


আগামী নিউজ | মো.বাবর আলী, নড়াইল জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১৭, ২০২১, ০১:৩১ পিএম
নড়াইলে অজানা শত্রুতার বিষে মরলো মাছ !

ছবিঃ আগামী নিউজ

নড়াইলঃ জেলার  কালিয়া উপজেলায় মো.মাহমুদ নামে এক কৃষি খামারির  পুকুরে রবিবার (১৬ মে) রাতের আঁধারে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ১৫ হাজার টাকার মাছ মরে গেছে বলে তিনি দাবি করেন। উপজেলার খাশিয়াল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
এ ব্যাপারে ভুক্তভোগী মাহমুদ নড়াগাতি থানায় সাধারন ডায়েরি করেছেন।
 
অভিযোগের ভিত্তিতে নড়াগাতি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
মাহমুদ জানান, আমি সরকারি প্রশিক্ষণ নিয়ে নিজ জায়গা জমিতে মাছ, মুরগী ও গরু লালন পালন করে থাকি। 
 
তিনি আরো জানান, আমি সরকারি নিবন্ধনকৃত মধুমতি মৎস সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এই নিয়ে কিছুদিন যাবত আমার বাড়ির পাশের কিছু লোকজন আমার সাথে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে বিভিন্ন সময়ে আমার ক্ষতি করার চেষ্টা করে থাকে। সবশেষ আজ সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে আছে।
 
মাহমুদের দাবি, বিষ প্রয়োগে তার পুকুরের ১৫হাজার টাকার মাছ মেরে ফেলা হয়েছে।
 
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুখসানা খাতুন জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে