Dr. Neem on Daraz
Victory Day

পাটুরিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ


আগামী নিউজ | মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২১, ১২:১২ পিএম
পাটুরিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের চাপ

ছবি সংগৃহীত

মানিকগঞ্জঃ ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার মানুষ। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথ হয়ে তাঁরা কর্মস্থলে ফিরছেন। এই কারণে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। রবিবার (১৬ মে) সকাল থেকে পাটুরিয়া ঘাট এলাকায় এই পরিস্থিতি দেখা গেছে।
 
ফেরিতে যাত্রী পারাপারের পাশাপাশি পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল পার হচ্ছে। আর ঘাট পার হয়ে বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন যানবাহনে উঠার চেষ্টা করছেন ঢাকামুখী মানুষ।
 
বিআইডব্লিউটিসি'র আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া ঘাটে ১৬ ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। ফেরিঘাটে যাত্রীদের চাপ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় পারাপারের ক্ষেত্রে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে