Dr. Neem on Daraz
Victory Day

তাহিরপুর উপজেলাবাসীকে ওসির ঈদ শুভেচ্ছা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৩, ২০২১, ০৯:৪০ পিএম
তাহিরপুর উপজেলাবাসীকে ওসির ঈদ শুভেচ্ছা

ছবি সংগৃহীত

সুনামগঞ্জঃ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে' সিয়াম সাধনায়' স্রষ্টার দীদারের পাওয়া আশায়' দীর্ঘ একমাস পর আসে আনন্দের ঈদ' পবিত্র  ঈদুল ফিতর উপলক্ষে তাহিরপুর থানার পক্ষ থেকে' উপজেলা বাসিকে শুভেচ্ছা জানান' থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার ।
 
তিনি তাঁর টাইম লাইনে এই শুভেচ্ছা জানান।
 
আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রীম নিরন্তর শুভেচ্ছা এবং সেই সাথে ছোট্ট আহবান...
 
আসুন আমরা সবাই ধৈর্য সহকারে জীবনের আঁকা বাঁকা পথ মাড়িয়ে প্রতিষ্টিত  হবার স্বপ্ন দেখি। হীন মানসিকতাকে পরিহার করে উদার মানসিকতার পরিচয় দেই। প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে প্রতিযোগীকে ঘায়েল করার হীন মানসিকতায় কৃত্রিম  সংকট তৈরি করে অস্থির পরিবেশ সৃষ্টি  না করি। থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি  স্বাভাবিক রাখতে  আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
 
তিনি আরও বলেন,  পবিত্র ঈদুল ফিতর' (মাহে রমজান মাস) মানুষকে ত্যাগ, তিতিক্ষা শিক্ষা দেয়।  ত্যাগের মহিমায় গড়ে উঠে  কল্যান ময়ী জগত। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে  প্রতিটি মানুষের  হৃদয়ের মধ্যে মানবিক মনের অধিকারী হই।এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি 
 
ঈদ উদযাপন করতে গিয়ে অন্যের ব্যাঘাত সৃষ্টি করবেন না। স্বাস্থ্য বিধি মেনে,নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদ থাকতে উদ্বোদ্ধ করুন।
 
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে