Dr. Neem on Daraz
Victory Day

চরফ্যাশনে ইউএনও’র উপর হামলা, গাড়ি ভাঙচুর


আগামী নিউজ | ভোলা প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২১, ০২:০০ পিএম
চরফ্যাশনে ইউএনও’র উপর হামলা, গাড়ি ভাঙচুর

ছবিঃ আগামী নিউজ

ভোলাঃ জেলার চরফ্যাশনে উপজেলা নির্বাহী অফিসার ‘ইউএনও’ নেতৃত্বে পরিচালিত ভ্রম্যমান আদালতের উপর হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা।
 
এ সময় ভাঙচুর করা হয়েছে ইউএনও’র গাড়ি। হামলাকারীদের কবল থেকে রেহাই পেতে ইউএনও সহ অন্যরা থানায় গিয়ে আশ্রয় নেন।
 
বুধবার রাত সাড়ে ৮টায় এ হামলার ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট বন্ধ করতে রাত ৮টায় চরফ্যাশন বাজারে ইউএনও রুহুল আমিন নিজেই মাইকিং করেন মাইকিংয়ের পরও দোকান বন্ধ না করায় পুলিশ সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে নামেন তিনি।
 
ভ্রাম্যমান আদালত চরফ্যাশন বাজারে বটতলা সড়কে গেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মিছিল সহকারে হামলা চালায় এবং এলোপ্যাথারি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
 
ইউএনও মোঃ রুহুল আমিন জানান, মিছিলকারীরা তার সরকারি গাড়িটি ভাঙচুর করেছেন। তবে ভ্রাম্যমান আদালত থাকাতে কেউ আহত হননি। এখন তারা নিরাপদে আছেন। আগামীকাল বৃহস্পতিবার উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নিবেন।
 
ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী জানান, কিছু হকার দোকানদার ও সাধারণ ক্রেতারা হামলা চালিয়েছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে