চাঁদপুরে পঙ্গু ও কর্মহীনদের মাঝে ঈদ উপহার বিতরণ
আগামী নিউজ | চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১১, ২০২১, ০৯:০৩ পিএম
ছবিঃ আগামী নিউজ
চাঁদপুরঃ পৌর এলাকার ২'শ পঙ্গু, অসহায়, দুঃস্থ ও কর্মহীন নারী-পুরুষ পেলো যুব মহিলালীগ নেত্রী ও সমাজসেবিকা নওশিন রুমির ঈদ উপহার। যা তার নিজস্ব অর্থায়নে স্ব্যাস্থবিধি মেনে দেওয়া হয়েছে।
১১ ই মে মঙ্গলবার দুপুরে ছায়াবানী সড়কে নওশিন রুমি প্রতিষ্ঠিত রুমি বিউটি পার্লারের আয়োজনে এই ঈদ উপহার দেওয়া হয়েছে।
উপহারের মধ্যে ছিল চাল, আলু, পেয়াজ, সেমাই, চিনি, ময়দা এবং নগদ অর্থ। উপহার ভেগীদের মধ্যে ফারুক হোসেন, হাছিনা বেগম, সুমি, জাহানারা বেগমসহ আরো অনেকে জানান, এই করোনাকালীন দুঃসময়ে নওশিন রুমি আপা খাদ্য সামগ্রী নিয়ে আমাদের পাশে এসে দাঁড়ানোয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।চরম সত্যি কথা হচ্ছে রুমি আপা দুঃসময়েই যে কোন উৎসব অনুষ্ঠানে ও আমাদের খোজ খবর নেন। তিনি যাতে মানবিকতা নিয়ে সব সময় সমাজের অসহায়দের নিয়ে সাহায্য সহযোগিতা করতে পারেন সেই দোয়া করছি। এর আগে নওশিন রুমি গত রাতেও শহরের ভবঘুরে ও ছিন্নমূল মানুষদের খুঁজে খুজে ও প্যাকেট ভর্তি ঈদ উপহার দিয়ে এসেছেন। এমনকি যাদেরকে খাদ্যসামগ্রী দিতে পারেননি তাদের হাতে তুলে দিয়েছন নগদ অর্থ। পবিত্র মাহে রমজানে আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে নওশিন রুমির এই করোনা সংকটময় মূহুর্তে মানবিক কার্যক্রম সমাজের অনেকের জন্যেই উদাহরণ স্বরুপ।
এ ব্যাপারে যুবমহিলালীগ নেত্রী ও রুমি বিউটি পার্লারের পরিচালক নওশিন রুমি বলেন, বিবেকের তাড়নায় করোনা সংকটময় মূহুর্তে স্ব-উদ্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের সামর্থ্য বান সবাই যদি এভাবে অসহায়দের পাশে এসে দাড়ায় তাহলে খুব দ্রুতই ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত সমাজ বিনির্মান হবে। আমি আমার এই ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে এবং অবশ্যই মাস্ক পড়ে চলাচল করতে অনুরোধ করেন।