Dr. Neem on Daraz
Victory Day

মা দিবসে অসহায় মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা


আগামী নিউজ | হাসান ভূঁইয়া,সাভার প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২১, ০৮:২৭ পিএম
মা দিবসে অসহায় মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা

ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ, সামনে পবিত্র ঈদ-উল-ফিতর, একের পর এক লকডাউনে অসহায় শ্রমজীবী আর দিনমজুর। আর সে যদি হয় একজন মা, তাহলে তো দুঃখের আর শেষ নাই। মা দিবসে তেমনি অসহায় ৪৭ জন মায়ের পাশে দাড়িয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সানা উল্লাহ সানা।
 
রবিবার (৯ মে) দুপুরে পলাশবাড়ী এলাকায় ৪৭ জন মা সহ প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে একবস্তা করে চাল বিতরণ করেন এই আওয়ামী লীগ নেতা।
 
এক বস্তা চাল পেয়ে খুশি ষাটোর্ধ্ব অসহায় মা হাজেরা বেগম। তিনি বলেন, করোনা কাল খুব কষ্টের পার করছি। ভাবছি ঈদ করতেই পারবো না। কিন্তু সানা উল্লাহ ভাইয়ের ঈদ উপহার পাওয়ায় আমার পরিবার নিয়ে ভালো ভাবে ঈদ করতে পারবো।
 
এ ব্যাপারে সানা উল্লাহ সানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ঢাকা ১৯ আসনের মাননীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি সাহেব এর নির্দেশনা মোতাবেক আমি সাধ্য অনুযায়ী গরিব ও অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আজ আশুলিয়ার পলাশ বাড়ী এলাকায় শতাধিক গরিব, অসহায় মানুষের মাঝে একবস্তা করে চাল বিতরণ করেছি।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি ওবায়দুল ইসলাম অভি, ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগে যুগ্ম আহŸায়ক এনামুল হক সাগর, ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাসেল খাজা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মিঠু, ধামসোনা ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেন ও আশুলিয়া থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে