Dr. Neem on Daraz
Victory Day

গোবিন্দগঞ্জে মহাসড়ক যানজট মুক্ত রাখতে আনসার মোতায়েন


আগামী নিউজ | মানিক সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি  প্রকাশিত: মে ৯, ২০২১, ০৭:৪৫ পিএম
গোবিন্দগঞ্জে মহাসড়ক যানজট মুক্ত রাখতে আনসার মোতায়েন

ছবি: আগামী নিউজ

গাইবান্ধাঃ উত্তরের আট জেলার প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-রংপুর মহাসড়ক যানজটমুক্ত রাখতে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশের পাশাপাশি ২৫জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় কমিউনিটি পুলিশিং এর ব্যানারে দায়িত্ব পালন করবেন তারা। 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গোবিন্দগঞ্জ পৌর এলাকার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও মহাসড়ককে যানজট মুক্ত রাখতে তারা দায়িত্ব পালন করবেন। 

রোববার (৯ মে) থেকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার উপজেলা মোড়, আদর্শ মোড়, রাজমতি মোড়, থানা চারমাথা এলাকা এবং হীরক সিনেমা এলাকায় ঈদুল ফিতর পর্যন্ত দায়িত্ব পালণ করবেন এসব আনসার সদস্য। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান রবিবার (৯ মে) সকালে থানা চত্বরে ব্রিফিংয়ের মাধ্যমে দায়িত্ব প্রাপ্ত আনসার সদস্যদের দায়িত্ব পালনে নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি যানজট নিরসনে পথচারী, যানবাহন চালক ও সর্বসাধারণের সহায়তা কামনা করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে