Dr. Neem on Daraz
Victory Day

মাগুরায় ভারত ফেরত ৪৮ জন কোয়ারেন্টাইনে, ২ জন আইসোলেশনে


আগামী নিউজ | মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২১, ০৭:২২ পিএম
মাগুরায় ভারত ফেরত ৪৮ জন কোয়ারেন্টাইনে, ২ জন আইসোলেশনে

ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ ভারত ফেরত ৫০ বাংলাদেশী নাগরিকের মধ্যে ৪৮ জনকে মাগুরা শহরের দুটি হোটেলে কোয়ারেন্টাইনে ও দুইজনকে সরকারি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার সন্ধ্যায় তারা বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, শনিবার রাতে ৫০ বাংলাদেশী  নাগরিক ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে বেনাপোল আসেন। যারা মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। রাতেই  বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটি বাসে করে বিশেষ ব্যবস্থায় তাদের প্রশাসনের মাধ্যমে মাগুরা স্বাস্থ্যবিভাগের কাছে হস্তান্তর করে।

সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান বলেন, শনিবার রাতেই স্বাস্থ্যবিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে ৫০ জনের মধ্যে ২০ জনকে শহরের ঢাকা রোড়ে সৈকত হোটেলে ও ২৮ জনকে পাশ্ববর্তী ঈগল হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তারা বাড়ি ফিরতে পারবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় বাকি দুইজনের শরীরিক অবস্থা রাখাপ হওয়ায় তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে