Dr. Neem on Daraz
Victory Day

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ  


আগামী নিউজ | আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২১, ০৫:১৫ পিএম
ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ  

ছবি: আগামী নিউজ

ময়মনসিংহঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে চলমান করোনা পরিস্থিতির মানবিক দিক বিবেচনা করে আজ জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৬শ জন দরিদ্র, অসহায়, দু:স্থ ও ভাসমান জনগনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।  

রবিবার (৯ মে) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ,এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ সকল উপহার সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন। 

উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ , ১ কেজি আলু ও ১ কেজি লবণ।  

ময়মনসিংহ নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে স্বাস্হ্যবিধি মেনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।   

এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ,ময়মনসিংহ,মোহাম্মদ শাহজাহান মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন),ময়মনসিংহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। 

করোনাকালে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশ করেন দু:স্থ ও ভাসমান জনগণ। এ ধরনের মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। আগামী দিনগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। এছাড়াও পর্যায়ক্রমে সকল অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে