নওগাঁঃ জেলার ধামইরহাটে ক্লোথ ষ্টোর ও মুদিখানা দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৬ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা সদরের নিমতলী কাপড়ের দোকানী স্বাস্থ্য বিধি না মেনে মাস্ক ব্যবহার না করায় ১ হাজার টাকা ও মুদিখানা দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে পূর্ব বাজারের ১ টি মুদির দোকানদারের ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ।
মোবাইল কোর্ট পরিচালনা কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিব্বর আহমেদ বলেন, ‘ ব্যবসায়ীদের পরিবারের জীবন জীবিকার কথা ভেবে এই মহামারী সময় সরকার স্বাস্থ্য বিধি মেনে শফিংমল খোলা রাখার নির্দেশ দিলেও কতিপয় ব্যবসায়ী স্বাস্থ্য বিধি ভঙ্গ করে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সরবরাহ করছে। যে সব ব্যবসায়ী আইন অমান্য করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবং এই অভিযান অব্যাহত থাকবে।
আগামীনিউজ/নাহিদ