Dr. Neem on Daraz
Victory Day

লালপুরে খননকৃত সেই পুকুর ভরাটের নির্দেশ


আগামী নিউজ | নাটোর প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২১, ১০:৫০ এএম
লালপুরে খননকৃত সেই পুকুর ভরাটের নির্দেশ

নাটোরঃ নাটোরের লালপুর উপজেলার বিলশলিয়া গ্রামের সরকারি কর্মকর্তার পরিবার দিয়ে প্রভাব খাটিয়ে ব্রীজ সংলগ্ন  খাস জমি দখল ও মাঠের পানি প্রবাহের স্থানে  পুকুর খনন করে। তাতে ফসলি জমি জলাবদ্ধতায় পড়ার আশংকা দেখা দিলে স্থানীয় কৃষকরা মঙ্গলবার প্রতিকার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

ঘটনাটি "আগামী নিউজ"সহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে  বুধবার (৫মে) বিকেলে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম সরেজমিনে আসেন এবং বহুল আলোচিত  খাস জমিতে অবৈধভাবে খননকৃত পুকুর ভরাটের নির্দেশ দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) শাম্মি আক্তার, সর্বেয়ার শাজাহান আলী।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম জানান, আমরা উপজেলা সার্বেয়ারের মাধ্যমে পরিমাপ করে খননকৃত পুকুরের মধ্যে সরকারি খাস জায়গা পেয়েছি। সরকারি জায়গায় অবৈধ ভাবে খননকৃত পুকুর এস্কেবেটর (ভেকু) দ্বারা দ্রুত ভরাট করে দেয়া হবে। তিনি লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপস্থিত থেকে পুকুর ভরাট করার নির্দেশ দেন।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে