Dr. Neem on Daraz
Victory Day

স্পিডবোট দুর্ঘটনা: তদন্ত শুরু(ভিডিও)


আগামী নিউজ | মাসুদ রেজা ফিরোজী, মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২১, ০৫:২৭ পিএম

মাদারীপুরঃ জেলার শিবচরের পুরাতন কাঁঠালবাড়ী ঘাটে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনার কারণ জানতে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। আজ বুধবার ১১টার দিকে তদন্ত কমিটির ৬ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে সেই সাথে প্রতক্ষদর্শীদের বক্তব্য শুনেন।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ৩ মে দুপুরে ছয় সদস্যের কমিটি গঠন করেন। স্থানীয় সরকার শাখার উপপরিচালক আজাহারুল ইসলামকে আহবায়ক করে ৬ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশাদুজ্জামান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন, শিমুলিয়া বিআইডবি¬উটিএ'র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, মাদারীপুর শিবচর চরজানাজাত নৌ-পুলিশ ইনচার্জ শেখ মো. আব্দুর রাজ্জাক ও নারায়ণগঞ্জ পাগলা বাংলাদেশ কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লে. আসমাদুল।

তদন্ত কমিটির প্রধান মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপপরিচালক আজাহরুল ইসলাম বলেন, ভয়াবহ এই দুর্ঘটনার পর ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ঘটনার কারণ খুঁজে বের করবো এবং আগামীতে যেন এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য একটি সুপারিশ প্রনয়ন করবো।

এই ঘটনায় নৌ পুলিশের এসআই লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলেন বোটের চালক শাহআলম, দুই মালিক চান্দু মিয়া ও রেজাউল এবং ঘাটের ইজারাদার শাহআলম খানের নামসহ অজ্ঞাত একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সোমবার ভোরে ঘাটে নোঙর করা অবস্থায় বালুবোঝাই বাল্কহেডের সাথে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কায় ঘটনাস্থলেই ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে