Dr. Neem on Daraz
Victory Day

রাঙ্গামাটির কাপ্তাই কারিগর পাড়া-বিলাইছড়ি সড়ক অনুমোদন


আগামী নিউজ | রাঙ্গামাটি সদর প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২১, ০২:১১ পিএম
রাঙ্গামাটির কাপ্তাই কারিগর পাড়া-বিলাইছড়ি সড়ক অনুমোদন

সংগৃহীত

রাঙ্গামাটিঃ পার্বত্য রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের রাইখালী কারিগর পাড়া হতে বিলাইছড়ি উপজেলা পর্যন্ত সড়ক উন্নয়ন ও ব্রিজ/কালভার্ট নির্মাণ প্রকল্পের ৩৩৮ কোটি ৫৪ লাখ টাকা অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। 

মঙ্গলবার (৪ মে) একনেকের সভায় গণভবন হতে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুমোদন দেন বলে সভা শেষে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

একনেক সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, এর মধ্যে ১টি সংশোধিত। নতুন প্রকল্পে বরাদ্দ ও সংশোধিত প্রকল্পে বাড়তি বরাদ্দ মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা। 

এরমধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৯৯১ কোটি ৪৪ লাখ টাকা, বৈদেশিক উৎস হতে ঋণ ২ হাজার ৯৯ কোটি ৯১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ৮০৯ কোটি ৯৮ লাখ টাকা।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে