Dr. Neem on Daraz
Victory Day

৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাধবপুরে পিআইও বরখাস্ত


আগামী নিউজ | পিন্টু অধিকারী , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২১, ০৪:৫০ পিএম
৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাধবপুরে পিআইও বরখাস্ত

ফাইল ছবি

হবিগঞ্জ: জেলার মাধবপুরে  উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) স্বাক্ষর জাল করে প্রায় ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব (ত্রাণ প্রশাসন শাখা) শফিকুল আলম সাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

জানা যায়, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা তার বিরুদ্ধে থানায় চেক জালিয়াতির একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনের ট্র্যাকিংয়ের মাধ্যমে পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলামকে আটক করে পুলিশ। এরপর ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে  কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের দেয়া অভিযোগটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন দুদক।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে