Dr. Neem on Daraz
Victory Day

বাগেরহাটে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১, ২০২১, ০৭:২২ পিএম
বাগেরহাটে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

ছবিঃ আগামী নিউজ

বাগেরহাটঃ আন্তর্জাতিক শ্রমিক দিবসে (মে দিবস) বাগেরহাটে কর্মহীন ৩১০ জন পরিবহন-শ্রমিকদের জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১ মে) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।
 
বাগেরহাটের জেলা প্রশাসক বলেন, বাগেরহাট বাসস্ট্যান্ডে আজ ৩১০ জন বাস-শ্রমিককে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে বাগেরহাটে যত কর্মহীন শ্রমিক রয়েছেন, সবার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। করোনা পরিস্থিতিতে খাদ্যসামগ্রী পেয়ে খুশি বেকার শ্রমিকরা।
 
তিনি বলেন, খুব শিগগির আপনাদের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া সহযোগিতা পৌঁছে যাবে। সরকারের পক্ষ থেকে সব সময় শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ, বাগেরহাট জেলা শাখার সভাপতি রেজাউর রহমান মন্টু, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাকি তালুকদারসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে