Dr. Neem on Daraz
Victory Day

নারায়ণগঞ্জ শহরে স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষন: ধর্ষক গ্রেফতার


আগামী নিউজ | রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২১, ০৪:৩৪ পিএম
নারায়ণগঞ্জ শহরে স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষন: ধর্ষক গ্রেফতার

ফাইল ফটো

নারায়ণগঞ্জঃ শহরে একজন মুক্তিযোদ্ধার স্কুল পড়ুয়া ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণ ব্যবসায়ী রামু চন্দ্র ধর্ষন করেছে।

এ ঘটনায় গত তিনদিন ধামাচাপার পর শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ ধর্ষক রামু চন্দ্র বর্মণ কে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে।

একই সাথে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষা শেষে ২২ ধারা ধারায় জবানবন্দী গ্রহণ করতে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ঘটানর বিবরণে মামলার বাদী ধর্ষিতা কিশোরীর মা ও বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জানান, শহেরর দেওভোগ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস কালীন সময়ে স্বর্ণালংকার ক্রয় ও প্রয়োজনে বন্দকী টাকার জন্য শহরের কালীরবাজারের দুবাই জুয়েলার্সের মালিক তপু বর্মণের ভাই রামু  চন্দ্র বর্মন ওরফে রাম বর্মণের সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সুযোগে টাকা লেনদেন ও স্বর্ণ ক্রয় বিক্রয়ের লক্ষ্যে প্রায়ই বাসায় যাতায়াত ছিলো রাম বর্মনের।

গত ২৮ এপ্রিল বুধবার দুপুরে রামু চন্দ্র বর্মন বাসায় উপস্থিত হয়ে মামলার বাদীকে খোজ করেন। মা বাড়িতে না থাকায় মেয়েকে একা পেয়ে স্কুল ছাত্রীকে নানভাবে ভয়ভীতি দেখিয়ে জোড়পূর্বক ধর্ষন করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষণকারী রামু বর্মণ ওরফে রাম বর্মণ পালিয়ে যায়।

গত শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে রামু বর্মণ কে শহরের কালীরবাজারের দুবাই জুয়েলার্স থেকে গ্রেফতার করে পুলিশ।

রামু বর্মণ ওরফে রাম বর্মন গ্রেফতারের পর ঘটনা থানায় বসে মোটা অংকের টাকায় মীমাংশা করতে কয়েকজন রাভভর ধর্ষিতা স্কুল ছাত্রীর মা মামলার বাদীকে নানাভাবে প্রলোভন দেখিয়ে অভিযোগ প্রত্যাহারের চেষ্টা চালায়।

স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, যেহেতু ধর্ষনের ঘটনা সেহেতু থানায় কোন মীমাংশার প্রশ্নই উঠে না। মামলা হয়েছে। আসমী কোর্টে চালান করা হয়েছে। ভিকটিম স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পাঠানো হয়েছে ২২ ধারায় জবানবন্দীর জন্য।

দক্ষিণ এনায়েত নগর সমাজ কল্যাণ পরিষদের মাস্ক বিতরণ ও মশা নিধনের ওষুধ ছিটানো কর্মসূচি পালন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ এনায়েত নগর সমাজ কল্যাণ পরিষদ মহামারী করোনায় স্বেচ্ছাসেবী কর্মসূচি পালন করেছে। শনিবার সকালে নিজ এলাকায় সাধারণ মানুষের মাঝে এবং মসজিদে ও প্রবেশ পথে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করে। পাশাপাশি এলাকার কয়েক শত বাড়ি ঘরের আশে পাশে ও রাস্তার পাশে ড্রেনে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনায়েত নগর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নাফিজ আশরাফ। কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, সহ-সভাপতি সফিকুর রহমান, সহ-সভাপতি বিল্লাল মীর, সাধারণ সম্পাদক মাহাতাব হাসান মেহেদী, যুগ্ম সম্পাদক মো.খোকন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহমি খলিল, অর্থ সম্পাদক মোজাম্মেল, শহিদুল্লাহ, ইয়াসিন, বিল্লাল মুন্সি, গিয়াস উদ্দিন, শামসুল আলম ও নুরুল হক।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে