নাটোর: জেলায় এখন অবধি করোনা পজিটিভ মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২১ জন। অপরদিকে এই রোগে মারা গেছে ১৮ জন।
১ মে পর্যন্ত মোট ১৩ হাজার ৩ শ ২০ জনের নমুনা পরীক্ষায় এই রিপোর্ট পাওয়া গেছে। সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান শনিবার (১মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, করোনা পজিটিভ রোগীদের মধ্যে সিভিল সার্জন অফিসে ১৫ সদর, হাসপাতালে ২৫২, সদর উপজেলায় ৫২৫, সিংড়ায় ১১৯, বাগাতিপাড়ায় ১৩৫, গুরুদাসপুরে ১০৪, লালপুরে ১৬৯ ও বড়াইগ্রামে ২০২ জন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নাটোরে মারাগেছে মোট ১৮ জন। এর মধ্যে করোনা রোগী হিসেবে মারা গেছে ১৩ জন। আর করোনা সন্দেহে মারা যাওয়া ব্যাক্তিদের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ৫ জন।
আগামীনিউজ/নাহিদ