ঢাকা: জেলার সাভারে অভিযান চালিয়ে একটি ফলের দোকানের পেয়ারার ঝুড়ি থেকে ৪৪৩ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪ এর একটি অাভিযানিক দল।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪।
এর আগে শুক্রবার (২৯ এপ্রিল) সকালে সাভার গেন্ডা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- হানিফ মিয়া (৪০), শরিফ (২৭) ও তাইজুল ইসলাম (২২)
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ সকালে সাভারের গেন্ডা এলাকায় একটি ফলের দোকানে পেয়ারার ঝুড়ি থেকে ৪৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে তিনজনকে আটক করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটকরা ফল ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাাকায় বিক্রয় করে আসছিলো।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন৷
আগামীনিউজ/নাহিদ