Dr. Neem on Daraz
Victory Day

প্রশংসায় ভাসছে উপমন্ত্রী শামীমের ভ্রাম্যমাণ মেডিকেল টিম


আগামী নিউজ | শরীয়তপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৮:০৯ পিএম
প্রশংসায় ভাসছে উপমন্ত্রী শামীমের ভ্রাম্যমাণ মেডিকেল টিম

ছবিঃ আগামী নিউজ

শরীয়তপুরঃ জেলার নড়িয়া এবং সখিপুরে করোনা ভাইরাসের মহামারিতে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, এতে করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যোগাতে হিমশিম খাচ্ছে খেটে খাওয়া মানুষ এবং গরীব, অসহায়, ও দুঃস্থ পরিবারের লোকগুলো। এতে করে এদের মধ্যে কেউ অসুস্থ হলে টাকার অভাবে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত এই অসহায় মানুষ গুলো।

তবে এবিষয় গুলো করোনার প্রথম থেকেই ২৪ ঘন্টা নজরে এনেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। যিনি করোনাকে ভয় না করে প্রথম থেকেই শরীয়তপুর দুই আসন নড়িয়া এবং সখিপুরের গরীব অসহায় মানুষের পাশে খাবার পৌঁছে দিয়েছেন যা চলমান রয়েছে। এছাড়াও তিনি মানুষের সুবিধার কথা চিন্তা করে একটি পদক্ষেপ নিয়েছেন যা নড়িয়া এবং সখিপুরে বলা যায় শরীয়তপুর জেলার মধ্যে এই প্রথম ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার। যে কাজটিতে তিনি সবচেয়ে বেশি আলোচিত এবং ব্যাপক প্রশংসায় ভাসছেন।

গত বছর করোনাকালীন সময়ে এপ্রিলের ৭ তারিখে এই ভ্রাম্যমান চিকিৎসা সেবা চালু করা হয়। পরে টানা দুইমাস ব্যাপী এই সেবা দেয়া হয়। বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে যাত্রা শুরু করেছিলো ভ্রাম্যমাণ মেডিকেল টিমটি। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ যখন শুরু হয় তখন ৮ এপ্রিল নড়িয়া উপজেলার ধামারন গ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম। এই মেডিকেল টিমে রয়েছে দুজন চিকিৎসক, চারজন নার্স ও দুইজন স্বাস্থ্যকর্মী। প্রতিদিনই কোন না কোন ইউনিয়নে গিয়ে সেবা দিচ্ছে এই টিম। সেখানে প্রতিদিন প্রায় ২০০/২৫০ জন রোগীকে বিনামূল্যে মেডিক্যাল চেকআপ, ঔষধ এবং নগদ অর্থ দিয়ে সহযোগীতা করছেন।

এছাড়াও ভ্রাম্যমাণ চিকিৎসা সেবায় দায়িত্বে থাকা ব্যক্তিদের মোবাইল নম্বরগুলো (০১৭৮৮৭৩৬১৫১, ০১৯১৭৭৭৭২৬৪ ও ০১৭১৮৩৪৫৭৮৮) দিয়ে এলাকায় প্রচার করা হচ্ছে। রোগীরা ওই নম্বরে কল করে সমস্যার কথা জানালে চিকিৎসকরা সেখানে পৌঁছে যাচ্ছেন। এমনকি টিমের কাছে কোন ঔষধ না থাকলে তা কেনার টাকাও দিচ্ছে মেডিকেল টিম। একারণেই এনামুল হক শামীমের মেডিকেল টিমের সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। যার কারণে ভ্রাম্যমান মেডিকেল টিমের ওপর নড়িয়া-সখিপুরবাসী ব্যাপক আস্থা রেখেছেন। 

এ ব্যাপারে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা দেয়া ডা. শওকত আলী বলেন, একটি বিশেষায়িত শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িকে একটি মিনি হাসপাতাল হিসেবে সাজানো হয়েছে। সেখানে রয়েছে চিকিৎসার সব ধরনের সরঞ্জাম। নড়িয়া উপজেলা ও সখিপুর থানার ইউনিয়নগুলো ঘুরে ঘুরে সব ধরনের চিকিৎসা সেবা দেবে। শুধু চিকিৎসা সেবা নয়, যারা চিকিৎসা নেবেন তাদের বিনামূল্যে ওষুধও দেয়া হবে। এ মহতী উদ্যোগে আমাদের অংশীদার করায় এনামুল হক শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ ব্যাপারে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন মোল্লা বলেন, করোনার এই মহামারিতে সাধারণ মানুষ খুব কস্টে জীবন যাপন করছে, তার জন্য বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ২৪ ঘন্টা শরীয়তপুর দুই আসনের মানুষ খাবারে যেন কোন কষ্ট না করে সেদিকে খেয়াল রাখা সহ চিকিৎসা সেবাও যেন সঠিকভাবে পেতে পারে তার জন্য এ সেবা চালু করেছেন।

আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে