Dr. Neem on Daraz
Victory Day

কুমারখালীতে এটিএন বাংলার ক্যামেরা পার্সনের উপর পুলিশি নির্যাতন


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২১, ০৫:৪২ পিএম
কুমারখালীতে এটিএন বাংলার ক্যামেরা পার্সনের উপর পুলিশি নির্যাতন

ছবিঃ আগামী নিউজ

কুষ্টিয়াঃ জেলার কুমারখালীতে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষের সময় দায়িত্ব পালনকালে এটিএন বাংলার ক্যামেরা পার্সনকে আটক করে থানায় নিয়ে এসে চোখ বেঁধে নির্যাতন করেছে বলে জানা গেছে।
 
বুধবার ভোরে বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া সংঘর্ষ চলাকালীন সময়ে তাকে আটক করা হয়।
 
নির্যাতনের শিকার হয়েছেন এটিএন বাংলার ক্যামেরা পার্সন নাজমুস হাসিব।
 
জানা যায় দায়িত্ব পালনকালে তাকে শালঘর মধুয়া থেকে ডিবি পুলিশ আটক করে কুমারখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। কুমারখালী থানা পুলিশ তাকে গাড়িতে উঠিয়েই নির্যাতন শুরু করে। পরবর্তীতে থানায় নিয়ে আসার পর একটি রুমে দরজা আটকিয়ে চোখ বেঁধে তাকে হকি স্টিক ও হাতুরী দিয়ে নির্যাতন করে। বর্তমানে তিনি কুমারখালী থানার হাজতে অসুস্থ অবস্থায় রয়েছেন।
 
পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা অস্বীকার করে বলেন এ জাতীয় কোন ঘটনা ঘটেনি।
 
বর্তমানে কুমারখালী থানায় সর্বস্তরের সাংবাদিক অবস্থান করছেন। এর সঠিক ব্যবস্থা নেয়া না পর্যন্ত  সাংবাদিকরা থানা চত্বরে অবস্থান করবেন বলে জানান।
 
তবে এ ব্যাপারে কুমারখালী থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান এ রকম কোন ঘটনা আমার জানা নেই। তবে কেনই বা সাংবাদিকরা এরকম প্রতিবাদ করছে, তাও আমি জানি না। এই নামে কেউ গ্রেপ্তার আছে কিনা তাও আমার জানা নেই, বিষয়টি জানতে পারলে আপনাদেরকে জানাবো।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে