খুলনা: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় উদযাপিত হলো ধানকাটা উৎসব।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি নমুনা শস্য কাটার মাধ্যমে ধানকাটা উৎসবের শুভসূচনা করেন।
তথ্যমতে, এ বছর খুলনা জেলার ৬০ হাজার ১২৫ হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।সরকারিভাবে কৃষকদের প্রণোদনার ২৫ হাজার কৃষকের প্রত্যেককে ২কেজি করে উন্নতমানের বীজ এবং প্রতিকৃষককে ১০ কেজি করে পটাশ সার ও ২০ কেজি করে ডিএপি সরবরাহ করায় ধানের উৎপাদন এবার লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ প্রমুখ।
আগামীনিউজ/নাহিদ