Dr. Neem on Daraz
Victory Day

আশুগঞ্জে হেফাজতে ইসলামের সম্পাদক গ্রেপ্তার


আগামী নিউজ | মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১, ০৬:০৪ পিএম
আশুগঞ্জে হেফাজতে ইসলামের সম্পাদক গ্রেপ্তার

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতে ইসলামের আশুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মুফতি ওবায়দুল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার আশুগঞ্জ বাজারের জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুফতি ওবায়দুল্লাহ জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও আশুগঞ্জ বাজার বড় মসজিদের খতিব।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ।

জাবেদ মাহমুদ জানান, গত ২৮ মার্চ ওবায়দুল্লাহ ও তার অনুসারীরা আশুগঞ্জের বাদশা বাড়ির মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করেন।

এছাড়াও ওবায়দুল্লাহ এর উস্কানিতে আশুগঞ্জের টোল প্লাজার কাউন্টার ভাংচুর ও লোটপাট, টোলপ্লাজা পুলিশ ক্যাম্পে আগুন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহ্বায়ক আবু নাছেরের বাড়িতে হামলাসহ বিভিন্ন নাশকতা চালায়। তার উস্কানিতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য ও বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা চালানো হয়।

এছাড়াও এর আগে গ্রেপ্তার হওয়া আসামীদের ১৬৪ ধারার জবানবন্দিতে ওবায়দুল্লাহ এর উস্কানিতে এই হামলা হয়েছে বলে জানা যায়।

তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়া আসামী ওবায়দুল্লাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২৮ মার্চ সকালে হেফাজতের ডাকা হরতালের দিন কোন কারণ ছাড়াই আশুগঞ্জের টোল প্লাজার কাউন্টার ভাংচুর ও লোটপাট, বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা, টোলপ্লাজা পুলিশ ক্যাম্পে আগুন, আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছেরের বাড়িতে হামলাসহ বিভিন্ন নাশকতা চালায় হেফাজতের নেতাকর্মীরা।

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে