বাগেরহাটঃ বাগেরহাট জেলার ফকিরহাটে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে শাওন (০৯) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল সোমবার রাত আটটার সময় এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে উপজেলার জাড়িয়া গ্রামে। মাল্টিপ্লাগে টু-পিনের মাধ্যমে ঘরের ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেবার সময় শাওন বিদ্যুতায়িত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে তার পরিবার।
খোঁজ নিয়ে জানা গেছে, ফকিরহাট সদর ইউপির জাড়িয়া গ্রামের শেখ আক্তারুজ্জামান ওরফে রিয়াদের পুত্র শাওন ঘরের মাল্টিপ্লাগে টু-পিনের মাধ্যমে ঘরের ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় শাওনের পিতা মাতা বাড়ীর উঠানে দোকানদারি করছিল। দীর্ঘক্ষন শাওন ঘর থেকে বের না হওয়ায় শাওনের মা ঘরে ঢুকে বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে শাওনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগ তাদের জানিয়ে দেয়, বিদ্যুতায়িত হয়ে শাওন ওই সময়ই মারা গেছে।
নিহত শাওন ছাড়াও আক্তারুজ্জামান রিয়াদের আরো দুটি সন্তান রয়েছে। শাওনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আগামীনিউজ/জনী