রংপুর: করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া দু:স্থ মানুষ। ঠিক এমন পরিস্থিতিতে আগমন পবিত্র রমজানে। এই পবিত্র মাসে খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য "এক টাকায় " ইফতার বিতরণ করেছে রংপুরের এক ঝাঁক তরুণ-তরুনী।
সোমবার (২৬এপ্রিল) বিকালে ফেসবুক ভিত্তিক গ্রুপ "আপডেট রংপুর" ও স্বেচ্ছাসেবী সংগঠন "নতুন সূর্য"র উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে অসহায়-দু:স্থ মানুষের মাঝে এই ইফতার বিতরণ করেন তারা। এসময় মাত্র ১টাকা দিয়ে পথচারী,রিকশা চালক,অসহায়-দুস্থ মানুষ এই ইফতার পেয়েছে।
ইফতার পেয়ে রিকশা চালক জাহাঙ্গীর মিয়া বলেন,এক টাকা দিয়েই ইফতার পাইনো। আর হলে তো পানি আর খেজুর দিয়েও কোনো দিন ইফতার করা লাগতো। আল্লাহ্ ছাওয়া গুলোর ভালো করুক।
পথচারি তারেক মিয়া বলেন, লকডাউনে প্রায় দিন বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বরে বিভিন্ন সংগঠনের মানুষ এসে ইফতার দেয়।আজও পেলাম।
নতুন সূর্য সংগঠনের মূখপাত্র আফ্রিদা জাহিন বলেন,করোনাকালে কর্মহীন হয়ে পড়েছেন রংপুর নগরীর অনেক মানুষ।তারা চরম মানেবতর জীবন যাপন করছেন। এমন দুর্যোগের মধ্যেই পবিত্র রমজান মাস শুরু হয়েছে। শত কষ্টের মধ্যে সিয়াম সাধনা করছেন এসব মানুষ। তাদের প্রায় দিন ঠিক মত ইফতারী জুটছে না। তাদের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ।
ফেসবুক ভিত্তিক গ্রুপ "আপডেট রংপুর"এর প্রতিষ্ঠাতা এডমিন হাসান আল সাকিব বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল পার করছে। যাদের সামর্থ আছে তাদের দুর্যোগে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো দরকার। এই চিন্তা থেকেই তারা সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতেই এমন উদ্যোগের নিয়েছেন। তিনি আরও বলেন,আমরা মাস ব্যাপি হট লাইন নাম্বার চালু করেছি। যেখানে ফোন করলেই আমরা অসহায় মানুষের মাঝে সাহরি ও ইফতার পৌঁছে দিচ্ছি।
আগামীনিউজ/নাহিদ