Dr. Neem on Daraz
Victory Day

অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় হেফাজতের গ্রেফতার ৬


আগামী নিউজ | আজহারউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১, ০১:৪৪ পিএম
অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় হেফাজতের গ্রেফতার ৬

ছবিঃ আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়াঃ গত ২৮ শে মার্চ হেফাজতের ডাকা হরতাল চলাকালে স্থানীয় মসজিদের মাইকে গুজব ছড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা থেকে নন্দনপুর এলাকায় ব্যাপক ভাংচুরসহ তান্ডব চালানোর অভিযোগে ঘাটুরা বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা দেলোয়ার হোসেন বেলালি ও ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেনকে
গ্রেফতার করা হয়।
 
এছাড়াও গত ২৬, ২৭ ও ২৮ শে মার্চ হেফাজত ইসলামী কর্মী-সমর্থকেরা ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও তান্ডবলীলা চালিয়ে সরকারি ও বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরীতে পরিনত করে।
 
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে। হেফাজত ইসলামী কর্মী-সমর্থক বিক্ষোভ কর্মসূচি ও হরতাল ভাংচুর ও অগ্নিসংযোগ তান্ডবকারীর জড়িত থাকার অভিযোগে।
 
গত ২৪ ঘন্টায় আরও ০৬ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করেছেন।
 
উক্ত সহিংস ঘটনা সমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়।
 
উল্লেখ্য, হেফাজতের তান্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ০৪ টি ও সরাইল থানায় ০২ টিসহ সর্বমোট ৫৫টি মামলা রুজু হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।
 
এসকল মামলায় প্রাপ্ত তথ্য অনুযায়ী এপর্যন্ত সর্বমোট ৩৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে