নওগাঁ: জেলার ধামইরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ২৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪এপ্রিল) রাত ১টার দিকে চকচন্ডী বিওপির টহল কমান্ডার সুবেদার মো.ফারুক আহম্মেদ এর নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তবর্তী খড়মপুর গ্রামের মাঠে অভিযান চালায়।
অভিযানে সীমান্ত পিলার ২৬৪ এর নিকট থেকে ২৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য এক লাখ চার হাজার টাকা।
এ ব্যাপারে লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি বলেন,সীমান্তে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকমুক্ত সমাজ গঠনে মাদক চোরাকারবারীদেরকে ধরিয়ে দিতে বিজিবিকে সহায়তা করার জন্য সীমান্তবর্তী জনগণের প্রতি অনুরোধ জানান।
আগামীনিউজ/নাহিদ