Dr. Neem on Daraz
Victory Day

গাড়ি চালক ও পথচারীকে ইফতার করালেন ব্লাড ফর আশুগঞ্জ


আগামী নিউজ | মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০৮:৪৪ পিএম
গাড়ি চালক ও পথচারীকে ইফতার করালেন ব্লাড ফর আশুগঞ্জ

ছবি: আগামী নিউজ

ব্রাহ্মণবাড়িয়া: জেলার আশুগঞ্জের 'ব্লাড ফর আশুগঞ্জ' সংগঠনের মূল কাজ মানুষকে স্বেচ্ছায় রক্তদান করা। কেউ রক্ত চেয়ে ফোন করলেই নিজ খরচে গিয়ে রক্তদান করেন সংগঠনের সদস্যরা। 

তবে সংগঠনটি পবিত্র মাহে রমজানের উপলক্ষে গত বছরের ন্যায় এবারও করোনাভাইরাসের সংকটকালে নিজেদের মানবতার হাতকে আরও প্রসারিত করেছেন সংগঠনের সদস্যরা। 

রমজানের শুরু থেকেই প্রতিদিন ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ টোল প্লাজায় এলাকায় দুই শতাধিক গাড়িচালক ও পথচারী রোজাদারকে ইফতার করাচ্ছে ‘ব্লাড ফর আশুগঞ্জ। 

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে তাদের এই মহৎ কার্যক্রমে অংশ নেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি। 

এ সময় উপজেলা চেয়ারম্যান নিজ হাতে গাড়িচালক ও পথচারী রোজাদারদের ইফতার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ‘ব্লাড ফর আশুগঞ্জ’ সংগঠনের প্রধান উপদেষ্টা হাসান ইমরান, উপদেষ্টা ইকরান আহমেদ রোমন ও রাহাত হোসেনসহ সংগঠনের সদস্যরা। 

প্রতিদিন ইফতারের আধঘন্টা আগে থেকেই সংগঠনের সদস্যরা ইফতারের প্যাকেট নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকেন।

উল্লেখ্য, দ্বিতীয় দফার লকডাউনের কারণে দোকানপাট-রেস্তোরা বন্ধ রয়েছে। এতে করে রাস্তায় থাকা মানুষ চাইলেও রোজা রেখে ইফতার করার জন্য কিছু কিনতে পারে না বলেই তাদের কথা ভেবেই সংগঠনের সদস্যরা ইফতার বিতরণের উদ্যোগটি নেন।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে