Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য কারায় ৩ জনকে অর্থদন্ড, তিন মাদকসেবীর কারাদন্ড


আগামী নিউজ | ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৭:০৮ পিএম
ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য কারায় ৩ জনকে অর্থদন্ড, তিন মাদকসেবীর কারাদন্ড

ঠাকুরগাঁওঃ কোভিড- ১৯ নিয়ন্ত্রণে লক ডাউনের ৯ম দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার রোড,কলেজপাড়া,সেনুয়া,কালীবাড়ি এলাকায় সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি উদ্দেশ্যহীন ভাবে বাড়ি থেকে বের হওয়া,নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাদে অন্যান্য দোকান খোলা ও মাস্ক ছাড়া বের হওয়ার বিষয় মনিটরিং করেন। তাছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ২টি ব্যাবসায়ী  এবং মাস্ক না পড়ায় ১ জনকে সহ মোট ৩ জনকে অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।তিনি প্রয়োজন ব্যতীত বের না হওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেন।

তাছারা এই কঠোর লক ডাউন চলাকালীন সময়ে আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার সুপার কলোনি পাড়ায় উপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এসময় মাদক সেবন করার সময় হাতে নাতে ধরা পড়েন ১।গোয়ালপাড়া নিবাসী মোঃ জহিরুল হক (২৫), পিতা জয়নাল আবেদিন ২।আখানগর নিবাসী মোঃ কামাল পিতা মোঃ রমজান আলী  ৩।দুরামারী গোবিন্দনগর নিবাসী মোঃ ছাদেকুল ইসলাম (৩২) পিতা আবু তাহের।তারা  প্রত্যেকে তাদের দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ।

জনস্বার্থে এ ধরনের মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে