Dr. Neem on Daraz
Victory Day

গাজীপুরে পরিবহন শ্রমিকদের ত্রাণ দিলেন জেলা প্রশাসক


আগামী নিউজ | গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৭:০২ পিএম
গাজীপুরে পরিবহন শ্রমিকদের ত্রাণ দিলেন জেলা প্রশাসক

পরিবহণ শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করছেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

গাজীপুরঃ কোভিড-১৯ মহামারীর প্রকোপ বৃদ্ধিজনিত কারণে জারীকৃত লকডাউন চলাকালে উপার্জন অক্ষম পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম শহরের শহীদ স্মৃতি স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ বিতরণ করেন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গাজীপুর আন্তঃজেলা বাস টার্মিনালের দুই শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে এসব ত্রাণ সহায়তা দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি, আলু, ডাল, তেল ও লবন। এ সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকি, এনডিসি মোস্তফা আব্দুল্লাহ আল নূর উপস্থিত ছিলেন।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে