Dr. Neem on Daraz
Victory Day

রাজশাহীতে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, আহত ১০


আগামী নিউজ | রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৫:৫৯ পিএম
রাজশাহীতে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ, আহত ১০

ছবিঃ সংগৃহীত

রাজশাহীঃ ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার পুঠিয়া উপজেলা পরিষদের এক নম্বর খাদ্য গুদাম গেটের সামনে পুঠিয়া-তাহেরপুর নির্মাণাধীন সড়কের ইটবালু ও পাথর সরবরাহকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে তাহেরপুর সড়কের খাদ্যগুদাম গেটের সামনে আব্দুল্লাহ ও তার লোকজন বসে আড্ডা দিচ্ছিলেন। সেসময় রাজা ও তার লোকজন উপস্থিত হয়। তারা উভয়ে ক্ষমতাসীন দলের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে সবাই পালিয়ে যায়।

এ বিষয়ে সড়কের নির্মাণ সামগ্রী সরবরাহকারী মো. আব্দুল্লাহ ও রাজার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়। পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, তাহেরপুর সড়ক নির্মাণ কাজের ঠিকাদারকে স্থানীয় ছেলেরা বালু-পাথর সরবরাহ করছে। এ বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে দু’পক্ষের মধ্যে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই উভয়পক্ষকে নিয়ে মীমাংসা করার কথা ছিল। কিন্তু তার আগেই হঠাৎ করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়েছে।

এ বিষয়ে ছাত্রলীগের জেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্মাণাধীন পুঠিয়া-তাহেরপুর সড়কে বালু সরবরাহ নিয়ে দু’পক্ষের মধ্যে কিছুটা বিভেদ দেখা দিয়েছে। তবে উভয়পক্ষকে নিয়ে বসে আপস করা হবে। এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে