Dr. Neem on Daraz
Victory Day

কুমারখালীতে আইসক্রিম কারখানায় জরিমানা


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০৩:৫৫ পিএম
কুমারখালীতে আইসক্রিম কারখানায় জরিমানা

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: জেলার কুমারখালী উপজেলায়  মধুরুচি আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান ব্যবহার করে তৈরি করা হচ্ছে আইসক্রিম। নোংরা রুমের মধ্যে ঘনচিনি, স্যাকারিন, খাওয়ার অনুপযোগী রঙ, অ্যারারুট, সুইটিক্স ও ফ্লেভার দিয়ে তৈরী করে বাজারজাত করার অভিযোগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে আইসক্রিম কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এ ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভেজাল সামগ্রী এবং পচা আইসক্রিম ধ্বংস করা হয় এবং আইসক্রিমের কারখানাটি বন্ধ করে দেয়া হয়।  

এসময়  মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন স্যানিটারি ইনস্পেকটর জনাব আরাফাত, কুমারখালী থানা পুলিশ এবং বেঞ্চ সহকারীবৃন্দ।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে