Dr. Neem on Daraz
Victory Day

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় জয়পুরহাটে যুবক গ্রেফতার


আগামী নিউজ | রাজু আহম্মেদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১, ০২:৫৯ পিএম
প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় জয়পুরহাটে যুবক গ্রেফতার

ছবি: আগামী নিউজ

জয়পুরহাট:  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার জয়পুরহাটের কালাই উপজেলায়  অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২১ এপ্রিল ) রাতে কালাই উপজেলার ছাত্রলীগের আহ্বায়ক ও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর তফিকুল ইসলাম তৌহিদ বাদী হয়ে ঐ যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করিলে পুলিশ তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত যুবক কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের আব্দুল আলীমের ছেলে আমান উল্লাহ।

মামলা সূত্রে জানা যায়, জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সাজু নামের ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট করে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীর ও হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মামুনুল হককে নিয়ে একটি পোস্ট করে।

উক্ত পোস্ট স্কীন শট দিয়ে আটককৃত যুবক বর্তমান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ কমেন্ট করা করলে তা ভাইরাল হয়ে যায়। উক্ত ঘটনায় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন করায় এলাকাবাসীর মধ্যে গভীর ক্ষোভের সঞ্চার হয়। 

এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুন্ন করা সহ এলাকায় বিশৃঙ্খলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির হওয়ার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম মালিক আগামীনিউজকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করার অভিযোগে মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের আব্দুল আলীমের ছেলে আমান উল্লাহকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে