Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় তাপদাহে দিশেহারা মানুষ


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি  প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০৪:৪৬ পিএম
কুষ্টিয়ায় তাপদাহে দিশেহারা মানুষ

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়া: গত ক'দিন ধরেই চলছে প্রচন্ড তাপদাহ ও ভবসা গরম। এ তাপদাহে মানব জীবনে নেমে এসেছে এক দুর্বিষহ কষ্টের জিবন। বৈশাখের কাঠফাটা রোদ্দুর সাথে যোগ হয়েছে পবিত্র মাহে রমজান মাসের সিয়াম সাধনা। রমজানের অষ্টমদিনে বুধবার সকাল থেকে প্রচণ্ড তাপদাহে খেটে খাওয়া সাধারন মানুষগুলো দিশেহারা হয়ে পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে মাঠ ঘাট হাট বাজারে খেটে খাওয়া মানুষ গুলো একটু ছায়ার জন্য দিগ্বিদিক ছুটে চলছে। 

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নির্মাণ শ্রমিক, ভ্যানচালক, অটোরিকশা চালক ও মাঠে-ঘাটে কাজ করা দিনমজুরি লোক গুলো। এছাড়াও সরকার ঘোষিত লকডাউনে রয়েছে পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির দৌড়ঝাঁপ। 

দীর্ঘ আট মাস কোন বৃষ্টি না হওয়ায় আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া শুষ্ক মৌসুম পরিণত হয়েছে পুরো এলাকা।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আবহাওয়া অফিস ইনচার্জ মামুন অর রশিদ জানান, গত মঙ্গলবার এ বছরেরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার কুমারখালীতে তােমাত্রা রয়েছে ৩৮.৫ ডিগ্রী সেলসিয়াস। 

এ দিকে ইসলাম ধর্ম মোতাবেক বৃষ্টির জন্য দু'দফায় খোলা মাঠে ইস্তেগফারের নামাজ আদায় করেছে সাধারণ এলাকাবাসী।  

তবে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আগামী দু-একদিনের মধ্যেই বজ্রসহ ঝড়ো বৃষ্টির আশঙ্কা করছে কুষ্টিয়াতে। 

আগামীনিউজ/নাহিদ
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে