Dr. Neem on Daraz
Victory Day

দিনাজপুরে করোনায় নতুন শনাক্ত ১৫  


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০৪:৩০ পিএম
দিনাজপুরে করোনায় নতুন শনাক্ত ১৫  

দিনাজপুর: দিনাজপুরে গত ২৪  ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরো ১৫ জন।  গত কয়েক দিনের তুলনায় সনাক্ত কম হলেও জেলা সদরের করোনা শনাক্ত  আজও বেশি।    

সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২০টি,  শনাক্ত ১৫ জন, ফলো আপ পজিটিভ ১ জন,সনাক্তের হার ১২.৫ %।  মোট সনাক্ত ৫২৪৬ জন, ২৪ ঘন্টায় সুস্থ ১৫ জন,  মোট সুস্থ্ ৪ হাজার ৮২২ জন, মোট মৃত্যু ১০৪ জন ।

নতুন করোনা আক্রান্ত সনাক্তদের মধ্যে সদরে ১৩জন, ঘোড়াঘাট ১, নবাব গঞ্জ ১ জন।  বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন ।
   
২৪ ঘন্টায় নতুন নমুনা সংগ্রহ ২২০টি, মোট নমুনা সংগ্রহ ৩৯২৫১ টি,মোট নমুনা পরীক্ষা ৩৬৫২৮টি। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন ৫৫ জন , মোট কোয়ারেন্টাইন ৩১৭১৪জন, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র ৬৬ জন, মোট কোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র পেয়েছেন ৩১১৬০জন, হোম আইসোলেশনে আছেন ২৯৬ জন, বর্তমান রোগী ৩১০ জন। 

কোভিড ১ম ও ২য় ডোজের টিকা কর্মসূচী  চলমান । কোভিড- ১৯ টিকার জন্য মোট নিবন্ধিত ব্যক্তির সংখ্যা ১ লাখ ৩০ হাজার ১৫৯ জন। 

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে