রাজবাড়ীঃ রাজবাড়ী পৌরসভার অধীনে থাকা শ্রীপুর বাজার, মুরগীর ফার্ম বাজার, গোদার বাজার, কাঁচা বাজার, ফল বাজার ও রবি শস্যক বাজারের ইজারাদার মোঃ আব্দুল হান্নান মিয়া (৩৮) কুপিয়ে জখমের ঘটনায় ১৪ জনকে চিহ্নিত করে এবং ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত সোমবার রাতে রাজবাড়ী থানায় ওই মামলাটি দায়ের করেন, আহত ইজারাদার আব্দুল হান্নান মিয়া। তিনি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। গত সোমবার রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিনি আহত হান্নানকে দেখতে যান।
মামলার আসামিরা হলো, মোঃ আব্দুল্লাহ, মোঃ আজিম, ইদ্রিস আলী, ছামসাদ কশাই, মঈন, মজনু, রুপম, ইনছান, মুইজা রবিন, ফরিদ শেখ, মাহফুজ, আরিফ মুন্সি, তারেক ও টুটুল।
আসামিদের মধ্যে রাজবাড়ী থানা পুলিশ গত শনিবার রাতভর অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা শহরের ২নং বেড়াডাঙ্গা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ইদ্রিস আলী (৩৮), ধুঞ্চি গ্রামের মৃত ছালামত শেখ ওরফে কালু কসাইয়ের ছেলে ছামসাদ কসাই (৩৫), লক্ষীকোল হরিসভা গ্রামের খোরশেদ আলম মুন্সির ছেলে মোঃ আরিফ মুন্সি (৩৫) এবং ২নং বেড়াডাঙ্গা গ্রামের গোলাপ শেখের ছেলে ফরিদ শেখ (৩০)।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, রাজবাড়ী পৌরসভার ভবানীপুর রেল কলোনী গ্রামের শাজাহান মীরের ছেলে ও ইজারাদার মোঃ আব্দুল হান্নান গত শনিবার দুপুর ১ টার দিকে খাজনার বিষয় নিয়ে বাজারের ব্যবসায়ীদের সাথে মিটিং করার জন্য পৌরসভায় যায়। পৌরসভার প্যানেল মেয়র-১ এর কক্ষে মেয়র ও ব্যবসায়ীদের সাথে খাজনার বিষয়ে মিটিং করে ওই কক্ষ থেকে বের হয়ে পৌরসভা চত্বরে পৌছলে পূর্ব বিরোধের কারণে গ্রেপ্তারকৃতরা হান্নানকে ধারালো ও ভোঁতা অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও প্রত্যজক্ষদর্শীদের দেয়া তথ্যের ভিত্তিতে ইদ্রিস আলী, ছামসাদ কসাই, মোঃ আরিফ মুন্সি ও ফরিদ শেখকে রাজবাড়ী পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গত রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আগামীনিউজ/জনী